রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিজ বাড়িতে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) রাতের দিকে উপজেলার পালপুর মালিগাছা গ্রাম থেকে নিহত মারেজান বেগম (৬২) এর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামীর নাম নজরুল ইসলাম।
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, মারেজান বেগম একাই বাড়িতে থাকতেন। তার স্বামী অসুস্থ ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে ছিলেন। সন্ধ্যায় এক প্রতিবেশী নারী বাড়িতে ঢুকে গলাকাটা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং সিআইডি আলামত সংগ্রহ করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার সকাল ১০টার দিকে প্রতিবেশীরা শেষবারের মতো মারেজান বেগমকে বাড়ির বাইরে দেখেছেন। এরপর বিকেল ৪টার মধ্যে যে কোনো সময় হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।
নিহতের মেয়ে বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্তের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে