AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তেহরানে বাংলাদেশ দূতাবাস ঝুঁকিতে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৪ এএম, ১৭ জুন, ২০২৫

তেহরানে বাংলাদেশ দূতাবাস ঝুঁকিতে

ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে রাজধানী তেহরানেও। তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ভবন এখন গুরুতর ঝুঁকির মুখে রয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৬ জুন) সকালে তেহরানে বাংলাদেশের মিশন থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, দূতাবাস ভবনটি তেহরান ইউনিভার্সিটির রিসার্চ ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার মেডিসিনসহ আরও দুটি স্পর্শকাতর স্থাপনার মাত্র এক কিলোমিটার ব্যাসার্ধে অবস্থিত। এই সব স্থাপনাকে ইসরায়েল হামলার লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, দূতাবাসে কর্মরত কূটনীতিক, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে বর্তমান যুদ্ধাবস্থার কারণে তেহরানের বাইরে নিরাপদ এবং উপযুক্ত আশ্রয় খুঁজে পাওয়া বেশ কঠিন।

তেহরান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো বিবরণীতে উল্লেখ করা হয়েছে, সম্ভাব্য হামলার আশঙ্কায় দূতাবাস এবং আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশি কূটনীতিকরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। ফলে তাদের ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরে অপেক্ষাকৃত নিরাপদ এলাকায় সরে যাওয়া জরুরি হয়ে উঠেছে।

এদিকে, তেহরানে অবস্থানরত প্রায় দুই হাজার বাংলাদেশির অধিকাংশই ইতোমধ্যে রাজধানীর বাইরে সরে গেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, "ইসরায়েল তেহরানকে বিশেষভাবে লক্ষ্যবস্তু করেছে এবং সংবেদনশীল কেন্দ্রগুলোকে সরাসরি টার্গেট করছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ মিশনের কর্মী ও তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।"

 

একুশে সংবাদ/ চ.ট/এ.জে

Link copied!