AB Bank
  • ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন ড. ইউনূস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:২২ এএম, ১৩ জুন, ২০২৫

‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন  ড. ইউনূস

মানবতা, পরিবেশ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ জুন) বাকিংহাম প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে রাজা চার্লস নিজে তার হাতে পুরস্কারটি তুলে দেন। এর আগে রাজা ব্যক্তিগতভাবে অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান।

‘হারমনি অ্যাওয়ার্ড’ রাজা চার্লসের একটি নিজস্ব উদ্যোগ, যার সূচনা হয় ২০২৪ সালে। পুরস্কারটি পরিবেশবান্ধব চিন্তা ও মানবকল্যাণমূলক কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্বীকৃতি দিতে দেওয়া হয়। প্রথমবার এই সম্মান লাভ করেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের পাশাপাশি অধ্যাপক ইউনূস ও রাজা চার্লসের মধ্যে প্রায় ৩০ মিনিটের এক বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি, দারিদ্র্য দূরীকরণে সামাজিক উদ্যোগ এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নিয়ে কথা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রাজা চার্লস দীর্ঘদিন ধরেই অধ্যাপক ইউনূসের কাজের প্রশংসক। বিশেষত ক্ষুদ্রঋণের ধারণা, সামাজিক ব্যবসার প্রসার এবং ‘তিন শূন্যের’ ধারণা—যার মাধ্যমে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণহীন একটি সমাজ গঠন সম্ভব—এসব বিষয়ে তার আগ্রহ রয়েছে।

সফর প্রসঙ্গে শফিকুল বলেন, “এই বৈঠকটি ছিল পুরো সফরের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। রাজার সঙ্গে অধ্যাপক ইউনূসের বহুদিনের পরিচয়ের কারণে আলোচনা ছিল অত্যন্ত আন্তরিক ও প্রাণবন্ত।”

ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আগেই তাকে এই সম্মানজনক পুরস্কার পাওয়ার জন্য অভিনন্দন জানিয়েছিলেন। পরে লন্ডন থেকেও এক্স (টুইটার) প্ল্যাটফর্মে তার ভ্যারিফায়েড অ্যাকাউন্টে তিনি এই সম্মানকে স্বাগত জানান।

সারাহ কুক বলেন, “অধ্যাপক ইউনূসের সফর যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারত্বের প্রতিশ্রুতিগুলো যেমন—গণতন্ত্র, জলবায়ু, বাণিজ্য এবং রোহিঙ্গা সংকটে সহায়তা—তুলে ধরেছে।”

প্রসঙ্গত, অধ্যাপক ইউনূস বর্তমানে চার দিনের সফরে লন্ডনে অবস্থান করছেন। তার সফরের মূল লক্ষ্য হচ্ছে যুক্তরাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগ এবং বাণিজ্য সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন।

 


একুশে সংবাদ/ আ.ট/এ.জে

Link copied!