করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ফের একজনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০০ জনে।
বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা পরিস্থিতি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনে।
একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন তিনজন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।
গত একদিনে পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়েছিল ২১ জনের। এর মধ্যে শনাক্তের হার ১৪.২৯ শতাংশ। মহামারি শুরুর পর থেকে দেশে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের গড় হার ১৩.০৫ শতাংশ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর, ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। আর ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।
একুশে সংবাদ/আ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

