জাতীয় ঐকমত্য গঠনে দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার (২ জুন) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১ জুন) ঢাকায় আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সংলাপের মাধ্যমে ‘জুলাই সনদ’ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
আজাদ মজুমদার আরও জানান, সংলাপ প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে। সোমবারের পর ঈদের আগ-পিছেও আরও কয়েকটি সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ / আ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

