ঈদুল আজহা সামনে রেখে বাংলাদেশ রেলওয়ের আগাম টিকিট বিক্রির কর্মসূচির শেষ দিনে আজ (মঙ্গলবার) বিক্রি হচ্ছে ৬ জুনের ট্রেনের টিকিট।
সকালে শুরু হয়েছে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি এবং দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এবার ঈদে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের জন্য মোট ৩৩ হাজার ৩১৫টি আসন সংরক্ষিত রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থায় সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করছে রেলওয়ে।
নির্ধারিত সময় অনুযায়ী, ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত সাত দিনের ট্রেন যাত্রার টিকিট বিক্রি হচ্ছে ২১ থেকে ২৭ মে পর্যন্ত। প্রতিদিন একটি নির্দিষ্ট দিনের টিকিট বিক্রি হচ্ছে একদিন আগে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট একবারে সংগ্রহ করতে পারবেন। তবে এই অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয়।
রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঈদযাত্রাকে সুশৃঙ্খল ও নিরাপদ করতে এ বছরও বিশেষ ব্যবস্থায় টিকিট বিক্রি ছাড়াও নিরাপত্তা, সময়নিষ্ঠতা এবং যাত্রীসেবার উন্নয়নে বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে