পবিত্র ঈদুল আজহা সামনে রেখে আজ শনিবার (২৪ মে) শুরু হয়েছে ৩ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। বাংলাদেশ রেলওয়ে জানায়, শতভাগ আসনের টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে, যাত্রীদের হয়রানি কমাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়, আর দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি। ঈদের বিশেষ এ ব্যবস্থায় শুধু ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর ৩৩ হাজার ৩১৫টি আসন বরাদ্দ রয়েছে।
রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী—
- ৩১ মে’র টিকিট বিক্রি হয়েছে ২১ মে
- ১ জুনের ২২ মে
- ২ জুনের ২৩ মে
- ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে
- ৫ জুনের ২৬ মে
- ৬ জুনের ২৭ মে
ঈদপরবর্তী ফিরতি যাত্রায় ৯ জুনের টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে এবং ১৫ জুন পর্যন্ত ধাপে ধাপে বিক্রি চলবে।
প্রত্যেক যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিট কেনার পর তা ফেরত দেওয়া যাবে না। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের অনলাইনে টিকিট কিনতে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

