AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন, এদিক-সেদিক যাওয়ার সুযোগ নেই: উপদেষ্টা রিজওয়ানা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১৩ পিএম, ২৩ মে, ২০২৫

ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন, এদিক-সেদিক যাওয়ার সুযোগ নেই: উপদেষ্টা রিজওয়ানা

জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন—এই সময়সীমার মধ্যেই অনুষ্ঠিত হবে এবং এ সময়সীমা ছাড়ানোর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার (২৩ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের এক অনুষ্ঠানে তিনি বলেন,
“আমি প্রথম থেকেই বলে এসেছি, উনি (প্রধান উপদেষ্টা) একটা সময় দিয়েছেন—ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক-সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই।”

তিনি আরও বলেন, “এটা নিয়ে কেউ যেন অন্যরকম কোনো বক্তব্য না দেয়।”

সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে জল্পনা দেখা দিলেও তা উড়িয়ে দিয়ে রিজওয়ানা বলেন, “কিছু গুরু দায়িত্ব আছে, যেগুলোর সঙ্গে মাসের একটা সম্পর্ক থাকতে পারে। এই বিষয়ে কোনো কিছু বলার থাকলে, সেটা উনার (প্রধান উপদেষ্টার) কাছ থেকেই শুনবেন।”

সরকারের ওপর কোনো চাপ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “চাপ বলতে আমরা পারফর্ম করছি কিনা, সেটাই আসল প্রশ্ন। এর বাইরে কোনো চাপ নেই।”


তিনি উদাহরণ টেনে বলেন,“আপনি এখন সচিবালয় থেকে যমুনা যেতে পারবেন না, রাস্তায় প্রতিবন্ধকতা। কেন?—এ ধরনের সমস্যার সমাধান আলাপ-আলোচনার মাধ্যমেই সম্ভব।”

পরিবেশ সংক্রান্ত ঘোষণাসমূহ:

অনুষ্ঠানে রিজওয়ানা হাসান আরও জানান—

  • ঢাকার চারটি নদী দূষণমুক্ত করতে বিশ্ব ব্যাংক ও এডিবির সঙ্গে চুক্তি হয়েছে।

  • তুরাগ নদী দূষণমুক্ত কার্যক্রম দিয়ে এই প্রকল্প শুরু হবে।

  • টাঙ্গাইলের মধুপুরে গারো সম্প্রদায়ের বিরুদ্ধে বন বিভাগের দায়েরকৃত মামলা প্রত্যাহার করা হবে।

  • গারোদের ভূমি জটিলতা নিরসনে আগামী ২৪ মে সীমানা নির্ধারণের কাজ শুরু হবে।

প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের মধ্যে এই বক্তব্য পরিষ্কার বার্তা দিলো—সরকার নির্বাচন নিয়ে তার রোডম্যাপ থেকে একচুলও সরবে না। বরং দেশীয় ও আন্তর্জাতিক চাপের মধ্যেও স্বচ্ছ ট্রানজিশন সম্পন্ন করাই এখন সরকারের মূল লক্ষ্য।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Link copied!