AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুজবে কান না দিতে জনগণের প্রতি সেনাবাহিনীর আহ্বান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫৮ পিএম, ২৩ মে, ২০২৫

গুজবে কান না দিতে জনগণের প্রতি সেনাবাহিনীর আহ্বান

বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুরে বাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সচেতনতামূলক পোস্টে এ আহ্বান জানানো হয়।

পোস্টে বলা হয়, “সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এবং সশস্ত্র বাহিনী ও জনগণের মাঝে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে।”

সেনাবাহিনী স্পষ্ট করে জানায়, এটি একটি জাল ঘোষণা এবং এ ধরনের ভুয়া তথ্যে বিশ্বাস না করতে জনগণকে অনুরোধ জানানো হয়। পোস্টে আরও উল্লেখ করা হয়, “গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।”

সেনাবাহিনীর ফেসবুক পোস্টে বিভ্রান্তিকর ভুয়া বিজ্ঞপ্তিটির ছবিও সংযুক্ত করা হয়েছে, যাতে জনগণ প্রতারণামূলক তথ্য চিনে সচেতন থাকতে পারেন।

এদিকে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিয়ে সামাজিক মাধ্যমে নানা গুজব ছড়ালেও প্রশাসন জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট এলাকায় সমাবেশে বিধিনিষেধ জারি রয়েছে।

সেনাবাহিনীর এই সতর্কবার্তা এমন সময় এলো, যখন দেশে রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে নানা ধরনের গুজব ও ভুয়া তথ্য অনলাইনে ছড়িয়ে পড়ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, জনগণকে বিভ্রান্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কর্মকাণ্ড চালানো হচ্ছে—এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/ ঢ.প/এ.জে

Link copied!