গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণরক্ষার জন্য বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেওয়া রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ নাগরিকদের পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বৃহস্পতিবার (২২ মে) রাতে আইএসপিআর থেকে প্রকাশিত তালিকায় মোট ৫৭৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, ওই সময় মোট ৬২৬ জন ব্যক্তি সামরিক বাহিনীর নিরাপত্তায় বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। প্রাণনাশের আশঙ্কায় তাঁরা স্বেচ্ছায় সেনানিবাসে আশ্রয় নেন বলে জানায় আইএসপিআর।
সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশই রাজনৈতিক নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, মিডিয়া ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবী বলে জানা গেছে।
আইএসপিআর জানিয়েছে, স্বচ্ছতা ও জনমনে গুজব দূর করতে এই তালিকা প্রকাশ করা হয়েছে। বাকি ৪৮ জনের পরিচয় আইনগত জটিলতা এবং নিরাপত্তা বিবেচনায় আপাতত প্রকাশ করা হচ্ছে না বলেও জানিয়েছে সংস্থাটি।
সেনানিবাসে আশ্রয় নেওয়া তালিকা দেখতে এখানে ক্লিক করুন
একুশে সংবাদ/ ঢ.প/এ.জে