সরকারি চাকরিজীবীদের জন্য নতুন করে বাড়ানো হচ্ছে মহার্ঘ ভাতা। আগামী ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হচ্ছে এই ভাতা কাঠামো, যা বৃহস্পতিবার (২২ মে) চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়।
কে কত হারে পাবেন:
প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ১৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা।
দশম থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মচারীরা পাবেন ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৭ হাজার কোটি টাকা।
এই মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ২০২৩-২৪ অর্থবছর থেকে দেয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে চালু থাকা বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট সুবিধা বহাল থাকছে।
দেশজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় মেটাতে এই মহার্ঘ ভাতা পুনর্গঠনের দাবি জোরালো হচ্ছিল। বাজেট ঘোষণার আগে অর্থ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত কর্মজীবীদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/চ.ট/এ.জে