AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা থেকে উড্ডয়নের পর তার্কিশ এয়ারলাইনসের ইঞ্জিনে আগুন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫৫ এএম, ২০ মে, ২০২৫

ঢাকা থেকে উড্ডয়নের পর তার্কিশ এয়ারলাইনসের ইঞ্জিনে আগুন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইনসের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। ২৯০ জন যাত্রী নিয়ে আকাশে থাকা অবস্থায় জরুরি পরিস্থিতিতে ফিরে এসে বিমানটি নিরাপদে অবতরণ করেছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে TK-713 ফ্লাইটটি (এয়ারবাস এ৩৩০-৩০৩) তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় বিমানের এক ইঞ্জিনে স্পার্ক দেখতে পান পাইলট। ধারণা করা হচ্ছে, এটি বার্ড হিটের কারণে হয়ে থাকতে পারে।

দেড় ঘণ্টা আকাশে চক্কর

পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়ে প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর দিয়ে সকাল ৮টা ১৫ মিনিটে শাহজালালে অবতরণ করেন। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, যাত্রীরা সবাই নিরাপদ আছেন।

যাত্রীদের হোটেলে নেওয়া হয়েছে

বিমানবন্দর সূত্রে জানা গেছে, যাত্রীদের প্লেন থেকে নামিয়ে হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী ফ্লাইটে তাদের গন্তব্যে পাঠানো হবে বলে জানিয়েছে এয়ারলাইনস কর্তৃপক্ষ।

সাম্প্রতিক আরেকটি ঘটনা

এর আগে গত ১৬ মে কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যায়। তবে পাইলটের দক্ষতায় ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। ফ্লাইটটিতে ৭১ জন যাত্রী ছিলেন।

 

একুশে সংবাদ/ আ.ট/এ.জে
 

Link copied!