AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফ্রান্স ও স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা ড. ইউনূস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:২৮ পিএম, ১৮ মে, ২০২৫

ফ্রান্স ও স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জাতিসংঘের দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ পেয়েও সফরে যাচ্ছেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফলে আসন্ন ফ্রান্স ও স্পেন সফর বাতিল করেছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৯ থেকে ১৩ জুন ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের তৃতীয় ওশেন কনফারেন্স, যেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর আমন্ত্রণ পেয়েছিলেন ড. ইউনূস। অন্যদিকে, ৩০ জুন থেকে ৩ জুলাই স্পেনে হতে যাওয়া ফিন্যান্সিং ফর ডেভলপমেন্ট (এফএফডি৪) সম্মেলনেও তাকে আমন্ত্রণ জানানো হয়।

তবে দুটি সম্মেলনেই প্রধান উপদেষ্টা যোগ দিচ্ছেন না। ফ্রান্স সফর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “শুধুমাত্র কনফারেন্সে যোগ দেওয়ার জন্য সফর যথোপযুক্ত নয়। বাংলাদেশ কনফারেন্সের পাশাপাশি ফ্রান্সের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের অনুরোধ করেছিল, কিন্তু সাড়া পাওয়া যায়নি।”

এ কারণে বাংলাদেশ থেকে ওশেন কনফারেন্সে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেবে।

এদিকে, স্পেন সফরেও প্রধান উপদেষ্টা না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার পরিবর্তে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে একটি প্রতিনিধিদল অংশ নেবে বলে জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, বহুপক্ষীয় আন্তর্জাতিক ফোরামগুলোতে অংশগ্রহণ বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতার দিক দিয়ে গুরুত্বপূর্ণ হলেও, নির্দিষ্ট রাজনৈতিক বা কৌশলগত লাভ না থাকলে শীর্ষ পর্যায়ের অংশগ্রহণে সতর্কতা অবলম্বন করছে বর্তমান অন্তর্বর্তী সরকার।

উল্লেখ্য, ওশেন কনফারেন্সে এবার কো-হোস্ট হিসেবে দায়িত্ব পালন করছে ফ্রান্স ও কোস্টারিকা। আর এফএফডি৪ কনফারেন্স জাতিসংঘের উদ্যোগে আয়োজিত চতুর্থ উচ্চপর্যায়ের বৈশ্বিক অর্থায়ন সংক্রান্ত ফোরাম।

 


একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!