আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও খোলা রয়েছে সকল সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক এবং শেয়ারবাজার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটির সমন্বয় করতে এদিন কর্মদিবস হিসেবে নির্ধারণ করেছে সরকার।
এর আগে, ঈদের আগে নির্বাহী আদেশে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। এই দীর্ঘ ছুটির সমন্বয়ে দুই শনিবার—১৭ ও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার।
বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জ পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে। একইসঙ্গে পুঁজিবাজারেও লেনদেন চলবে অন্যান্য কর্মদিবসের মতোই।
এছাড়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং দেশের সব অধস্তন আদালতেও আজ স্বাভাবিক বিচারিক কার্যক্রম চলবে।
সরকারের এ সিদ্ধান্তে ব্যবসা-বাণিজ্য, গ্রাহকসেবা ও বিচার কার্যক্রমে বিঘ্ন না ঘটিয়ে ঈদের দীর্ঘ ছুটির সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/ চ.ট/এ.জে