AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৪ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক দফা দাবিতে শাহবাগ অবরোধ করল নার্সিং কলেজের শিক্ষার্থীরা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:১২ পিএম, ১৪ মে, ২০২৫

এক দফা  দাবিতে শাহবাগ অবরোধ করল নার্সিং কলেজের শিক্ষার্থীরা

ডিপ্লোমা নার্সিং শিক্ষাকে ডিগ্রির মর্যাদা দেওয়ার একদফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন দেশের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে বৃষ্টিকে উপেক্ষা করে শতাধিক শিক্ষার্থী শাহবাগে জড়ো হন এবং সড়ক অবরোধ করেন।

এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে তারা। পরে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ প্রথমে থানা মোড়ে ব্যারিকেড দিয়ে বাধা দেয়। তবে শিক্ষার্থীরা ব্যারিকেড অতিক্রম করে মূল মোড়ে অবস্থান নেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, উচ্চমাধ্যমিকের পর তিন বছর ছয় মাস মেয়াদি ১১০ ক্রেডিটের কোর্স শেষ করেও তারা ডিগ্রির স্বীকৃতি পাচ্ছেন না। অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর মেয়াদি কোর্স সম্পন্নকারীরা পাচ্ছেন ডিগ্রি সমমান। এই বৈষম্য তুলে দেওয়ার দাবিতেই তারা রাজপথে নেমেছেন।

তারা আরও জানান, বহুদিন ধরে তারা মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ নানা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন। কিন্তু কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় বাধ্য হয়ে সড়ক অবরোধের পথ বেছে নিয়েছেন।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Shwapno
Link copied!