AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনে সংশোধন, গেজেট প্রকাশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:২৯ পিএম, ১১ মে, ২০২৫

রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনে সংশোধন, গেজেট প্রকাশ

রাজনৈতিক দল বা তাদের অঙ্গসংগঠন আন্তর্জাতিক অপরাধে জড়িত থাকলে বিচার ও শাস্তির ব্যবস্থা করতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর দ্বিতীয় সংশোধনী গেজেট আকারে প্রকাশ করেছে সরকার।

শনিবার (১০ মে) রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করে। এতে বলা হয়, সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত রাষ্ট্রপতির ক্ষমতাবলে আইনটি সংশোধন করা হয়েছে।

সংশোধিত আইনে ট্রাইব্যুনাল এখন থেকে—রাজনৈতিক দল বা অঙ্গসংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করতে পারবে, নিবন্ধন বা লাইসেন্স বাতিল করতে পারবে,সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা পাবে,যদি তারা আন্তর্জাতিক অপরাধে জড়িত থাকার প্রমাণ পায়।

শনিবার রাতে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জুলাই-অগাস্ট আন্দোলনের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তদন্তাধীন রয়েছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সকল কার্যক্রম, বিশেষ করে সাইবার কার্যক্রম, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ থাকবে।

নতুন সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি আন্তর্জাতিক অপরাধে সহায়তা, নির্দেশনা, ষড়যন্ত্র বা অংশগ্রহণ করে, তাহলে তারাও এই আইনের আওতায় কঠোর শাস্তির মুখোমুখি হবে।

 

একুশে সংবাদ/ চ.ট/এ.জে

Shwapno
Link copied!