আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি নিয়ে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য। তাদের উদ্দেশ্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে অগ্রসর হওয়া।
সন্ধ্যা থেকেই শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়ক পুরোপুরি অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। অপরদিকে, মিন্টো রোডে পুলিশ ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টায়।
আন্দোলনকারীদের আল্টিমেটাম অনুযায়ী, রাত ৮টার মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনও সুস্পষ্ট রোডম্যাপ না পেলে তারা যমুনাভবনের দিকে ‘লং মার্চ’ শুরু করবে বলে ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
প্রসঙ্গত, কোটা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে এই আন্দোলন শুরু হয়েছে। শনিবার ছিল দ্বিতীয় দিন।
সড়ক অবরোধের কারণে শাহবাগ, ফার্মগেট, মিন্টো রোডসহ আশপাশের এলাকাজুড়ে যান চলাচলে মারাত্মক বিঘ্ন দেখা গেছে। তবে জরুরি সেবার যানবাহন চলাচলে বাধা দেওয়া হয়নি।
একুশে সংবাদ/ আ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :