AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই হত্যাকাণ্ডে অপরাধীদের শাস্তি নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: ড. আসিফ নজরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৫৮ পিএম, ১০ মে, ২০২৫

জুলাই হত্যাকাণ্ডে অপরাধীদের শাস্তি নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: ড. আসিফ নজরুল

জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১০ মে) এক বিবৃতিতে তিনি বলেন, “যারা এই বর্বর হামলার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।”

তিনি আরও জানান, “জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিটি কাজ করছে। এ কমিটির রিপোর্টের ভিত্তিতে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, চলতি বছরের জুলাই-আগস্ট মাসে বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর সংঘটিত সহিংস হামলা দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এই হামলাগুলোকে ‘মানবতাবিরোধী অপরাধ’ আখ্যা দিয়ে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে নামে বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজ।

সরকারি সূত্র জানায়, তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যেই একাধিক প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Shwapno
Link copied!