AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:২৮ পিএম, ১০ মে, ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে শুরু হয়েছে গণজমায়েত ও অবস্থান কর্মসূচি। শনিবার (১০ মে) বিকেল ৩টায় কর্মসূচি শুরুর সময় নির্ধারিত থাকলেও কার্যত এটি শুরু হয় বিকেল ৪টার দিকে। এর আগেই বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় জড়ো হতে থাকেন।

গণজমায়েতে অংশ নিয়েছে ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ একাধিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। বিকেল সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহসহ অন্যান্য নেতারা।

একই সময়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি গণমিছিল শুরু করে। মিছিলে নেতৃত্ব দেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা হাফেজ ইউনুছ আহমদ।

ছাত্র-জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের সব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্যরা।

এর আগে শুক্রবার (৯ মে) বিকেলে শাহবাগে শুরু হয় ব্লকেড কর্মসূচি। বিকেল সাড়ে ৪টায় এনসিপির পক্ষ থেকে শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেওয়া হলে আন্দোলনকারীরা মিছিল নিয়ে সেখানে অবস্থান নেয়। পরবর্তীতে রাত ১১টায় হাসনাত আবদুল্লাহ শনিবার বিকেল ৩টায় নতুন করে গণজমায়েতের ঘোষণা দেন।

আন্দোলনকারীরা আওয়ামী লীগকে ‍‍`গণতন্ত্রবিরোধী‍‍` এবং ‍‍`গণহত্যাকারী‍‍` দল হিসেবে আখ্যায়িত করে দলটি নিষিদ্ধের দাবি জানান। তারা বলেন, "সরকার দাবি না মানলে আগামীতে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।"

শেষ খবর জানতে চোখ রাখুন আমাদের অনলাইন পোর্টালে।

 

একুশে সংবাদ/ ঢ.প/এ.জে
 

Shwapno
Link copied!