পাকিস্তানশাসিত আজাদ কাশ্মিরে ভারতের সামরিক হামলার জেরে দেশটির আকাশসীমায় নিরাপত্তাজনিত শঙ্কা তৈরি হয়েছে। এর ফলে মাঝ আকাশ থেকে ফিরে গেছে বাংলাদেশগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইট।
ফ্লাইট দুটি হলো—তুরস্কের ইস্তাম্বুল থেকে ঢাকাগামী তার্কিশ এয়ারলাইন্সের TK-712 এবং কুয়েত সিটি থেকে ছেড়ে আসা কুয়েত এয়ারওয়েজের J9-9533।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর বরাতে জানা গেছে, বুধবার (৭ মে) ভোরে TK-712 ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অপরদিকে, কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি প্রায় দেড় ঘণ্টা আকাশে উড়ার পর কুয়েত সিটিতে ফিরে যায়।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি রুট পাকিস্তানের আকাশপথ ব্যবহার করলেও এখন পর্যন্ত অন্য কোনো ফ্লাইটে বিঘ্ন ঘটেনি। বিকল্প রুটে ফ্লাইটগুলো চলাচল করছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ নামে সামরিক অভিযান শুরু করেছে। এই অভিযানের আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। উত্তপ্ত পরিস্থিতির কারণে পাকিস্তানের আকাশসীমায় সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।
একুশে সংবাদ /ই.ফ/এ.জে
আপনার মতামত লিখুন :