জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার পর জাতীয় সংসদের এলডি হলে শুরু হওয়া এই বৈঠকে গণতন্ত্র, সুশাসন এবং নির্বাচনকালীন সরকারের কাঠামো নিয়ে আলোচনা হয় বলে সূত্র জানিয়েছে।
ঐকমত্য কমিশনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। অন্যদিকে, এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।
বৈঠকটি সঞ্চালনা করেন মনির হায়দার। তিনি জানান, এনসিপি তাদের পক্ষ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার, রাজনৈতিক সুশৃঙ্খলা ও দলীয় প্রভাবমুক্ত প্রশাসনের পক্ষে সুস্পষ্ট প্রস্তাবনা দিয়েছে।
এনসিপি প্রতিনিধিরা দাবি করেছেন, দেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বাস্তবভিত্তিক ঐক্যমত্য গড়ে তোলা জরুরি। তাঁরা নির্বাচনকালীন নির্দলীয় সরকারের বিষয়েও বিস্তারিত মতামত তুলে ধরেছেন।
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এই বৈঠককে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই আলোচনা প্রক্রিয়া চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও দলকে আমন্ত্রণ জানানো হবে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :