ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান মুকুল দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে পৌর এলাকার পদ্মপাড়া নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিটঘর ও শিবপুর ইউনিয়নে দলের রাজনৈতিক সভা শেষে রাতে একাই নবীনগর পৌরসভার পদ্মপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন মফিজুর রহমান মুকুল। বাড়ির কাছাকাছি পৌঁছালে পেছন দিক থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “রাতের অন্ধকারে অজ্ঞাত দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

