ইলিশের প্রজনন মৌসুমে জারি করা ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাতে। নিষেধাজ্ঞা শেষে আবার নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন ভোলার প্রায় তিন লাখ জেলে।
মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা— কেউ জাল ও নৌকা মেরামত করছেন, কেউ আবার ঋণ নিয়ে নতুন জাল কিনছেন। তাদের আশা, এবার কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরে ধার-দেনা পরিশোধ করে ঘুরে দাঁড়াতে পারবেন।
স্থানীয় জেলেরা জানান, প্রতি মৌসুমেই ধার করে মাছ ধরার প্রস্তুতি নিতে হয়। নদীতে পর্যাপ্ত ইলিশ পেলে তারা সেই ঋণ শোধ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, “আশা করছি এবারে জেলেরা ভালো মাছ পাবে। নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন হয়েছে, তাই ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়বে।”
নিষেধাজ্ঞার সময় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে যৌথ অভিযানে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড দুই শতাধিক জেলেকে আটক এবং বিপুল পরিমাণ জাল জব্দ করে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

