AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপির ৩১ দফা আগামীর রাষ্ট্র পরিচালনার দলিল: হেলেন জেরিন খান


Ekushey Sangbad
এস.এম. দেলোয়ার হোসাইন, মাদারীপুর
১০:২০ এএম, ২৫ অক্টোবর, ২০২৫

বিএনপির ৩১ দফা আগামীর রাষ্ট্র পরিচালনার দলিল: হেলেন জেরিন খান

বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা হচ্ছে আগামীর রাষ্ট্র পরিচালনার দলিল।

তিনি বলেন,“আমরা বলতে চাই—ইনশাআল্লাহ সুদিন আমাদের জন্য অপেক্ষমাণ, শুধু সময়ের অপেক্ষা। বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে অবশ্যই ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়ী করবে। দেশের মালিক জনগণ, আমরা বিশ্বাস করি—যদি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তবে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।”

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মাদারীপুরের শকুনি লেকেরপাড় মুক্তমঞ্চে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলাল, জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান খান অহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তাফসির আহমেদ ফিরোজ, যুবদল নেতা ভিপি সরোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল সরদার, জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু, সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসির হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে হেলেন জেরিন খান বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এ. আর. হাওলাদার জুট মিলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেন।

 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!