AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানবিক করিডর নিয়ে সরকার কোনো চুক্তি হয়নি: ড. খলিলুর রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১২ পিএম, ৪ মে, ২০২৫

মানবিক করিডর নিয়ে সরকার কোনো চুক্তি হয়নি: ড. খলিলুর রহমান

মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ পাঠানোর জন্য বাংলাদেশ হয়ে জাতিসংঘের ‘মানবিক করিডর’ ব্যবহারের বিষয়ে সরকার কোনো চুক্তি করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

রোববার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “মানবিক করিডর নিয়ে এখন পর্যন্ত কেবল প্রাথমিক আলোচনা হয়েছে। এ নিয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি।”

তিনি অভিযোগ করে বলেন, “বাংলাদেশ আরাকানে আমেরিকার হয়ে প্রক্সি যুদ্ধ শুরু করেছে—এমন ভিত্তিহীন গুজব কিছু প্রতিবেশী দেশের গণমাধ্যমে ছড়ানো হচ্ছে, যা খুবই দুর্ভাগ্যজনক।”

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, “রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না। যদি তা করা হয়, তাহলে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর ‘ডাম্পিং গ্রাউন্ডে’ পরিণত হবে।”

সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “রোহিঙ্গা সংকটসহ এ ধরনের ইস্যুগুলো শান্তিপূর্ণভাবে নয়, বরং সংঘাতের মাধ্যমেই ইতিহাসে সমাধান হয়েছে।” তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও আফ্রিকার স্বাধীনতা আন্দোলনের উদাহরণ তুলে ধরেন।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Shwapno
Link copied!