গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ১,১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৬৬৯ জনের বিরুদ্ধে মামলা ও ওয়ারেন্ট ছিল, আর বাকি ৪৬৮ জনকে বিভিন্ন অপরাধের অভিযোগে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর। তিনি জানান, অভিযানে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারের পাশাপাশি জব্দ করা হয়েছে—
- ১টি বিদেশি পিস্তল
- ১টি দেশীয় তৈরি এলজি
- ১টি গুলি ও ১টি গুলির খোসা
- ৫ রাউন্ড কার্তুজ
- ৫ রাউন্ড সিসা বুলেট
- ১টি বার্মিজ চাকু
এআইজি ইনামুল হক বলেন, “বিশেষ এই অভিযান চলমান থাকবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, সন্ত্রাস, অস্ত্র, মাদক ও ওয়ারেন্টভুক্ত অপরাধীদের ধরতেই সারাদেশে একযোগে এই অভিযান চালানো হচ্ছে।
একুশে সংবাদ/আ.ট//এ.জে