বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
শুভেচ্ছাবার্তায় ট্রাম্প বলেন:
প্রিয় জনাব প্রধান উপদেষ্টা,আমেরিকার জনগণের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই। এই পরিবর্তনের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং নিরাপত্তা বৃদ্ধির নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।
আমরা আগামীর গুরুত্বপূর্ণ বছরে আমাদের অংশীদারিত্ব আরও দৃঢ় করতে চাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের সম্পর্কের উন্নতির পাশাপাশি আমরা দ্বিপাক্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নিতে পারব এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে একযোগে কাজ করতে পারব।
স্বাধীনতা দিবস উদযাপনের এই মাহেন্দ্রক্ষণে আপনাকে ও বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।"
একুশে সংবাদ//আ.ট//এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
