বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করেনি সৌদি কর্তৃপক্ষ। হোটেল বুকিং, এয়ার টিকিটসহ সৌদির ওমরাহ এজেন্টদের সঙ্গে যোগাযোগ করলেই ভিসা ইস্যু করা হবে।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানান, বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করেনি সৌদি কর্তৃপক্ষ৷ ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এ বিষয়টি ধর্মসচিবকে অডিও বার্তায় নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূত বাংলাদেশের এজেন্সিগুলোকে সৌদি এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন।
উপদেষ্টা জানান, ওমরা যাওয়ার জন্য যারা বিমানের টিকিট কাটার পরও যেতে চান না, নিয়ম অনুযায়ী তাদের টাকা ফেরত দেবে বাংলাদেশ বিমান। আর সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, যারা রমজান মাসে যেতে ইচ্ছুক ভিসা পাননি তারা আগামীতে জুলাইতে যেতে পারবেন।
ব্রিফিংয়ে জানানো হয়, ভিসার ক্ষেত্রে সৌদি দূতাবাস কোনো অনিয়ম করছে না। এবার ওমরার জন্য যত সংখ্যক ওমরা যাত্রী সৌদিতে গেছে তা অনেক বেশি, এজন্য তারা ভিসা নিয়ন্ত্রণ করছে।
বাংলাদেশে নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রধান তুলসি গ্যাবার্ডের মন্তব্য ধর্ম উপদেষ্টার নজরে আনা হলে তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা যেভাবে বলা হয়েছে, সে মাত্রায় হয়নি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
উপদেষ্টা বলেন, মাজারে হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। হিজবুত তাহরীরের বিষয়ে সরকার কঠোর। তারা মিছিল করার চেষ্টা করেছে, সরকার ভন্ডুল করে দিয়েছে।
দেশে ইসলাম ফোবিয়া আছে কি না এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, এটা ঠিক নয়।
একুশে সংবাদ/ই.ট/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

