মহাখালী রেলগেট এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ৪ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম। তিনি জানান, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে রেলপথ অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
উপকূল এক্সপ্রেস ট্রেনটির লোকোমাস্টার লতিফ জানান, ট্রেনটি বিকেল ৩টা ২৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। মহাখালী রেলগেটে পৌঁছানোর আগেই তিনি লাল পতাকা ও মানুষের ভিড় দেখতে পান। দ্রুত সিদ্ধান্ত নিয়ে ট্রেনের গতি কমিয়ে নিরাপদে থামাতে সক্ষম হন। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন এবং বড় ধরনের কোনো সমস্যা হয়নি।
এর আগে, গুলশান লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার দুপুর ১২টার পর তারা সড়কের ওপর বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অবরোধ চলাকালীন অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহনের গাড়ি ছাড়া অন্য গাড়ি চলতে দেবেন না।
একুশে সংবাদ/ক.ব/এনএস




একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

