দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর বাসায় অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৯ জানুয়ারি) ধানমন্ডিতে তার বাসায় অভিযান পরিচালনা করে দুদক টিম, এবং অভিযানে এখন পর্যন্ত ১৭ লাখ ২৫ হাজার টাকা নগদ উদ্ধার করেছে।
দুদক পরিচালক মো. সাইমুজ্জামানের নেতৃত্বে ধানমন্ডিতে সিতাংশু কুমার সুর চৌধুরীর বাসায় অভিযান চলছে। অভিযানে দুদক টিম ১৭ লাখ ২৫ হাজার টাকা নগদ উদ্ধার করেছে, এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটির একটি সূত্র।
গত ১৪ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর পর এসকে সুরকে আদালতে হাজির করা হয়।
একুশে সংবাদ/ঢ.প/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

