সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রায় চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করা হবে।
তদন্ত কমিটির প্রধান নাসিমুল গনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনের ঘটনায় আজও কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই নমুনা অধিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশের ল্যাবরেটরিতে পাঠানো হবে।
নাসিমুল গনি আরও বলেন, ‘আমরা মোটামুটি রিপোর্টগুলো পেয়েছি। এটার সামান্য একটা বিষয় বাকি আছে। সন্ধ্যা ৬টার মধ্যে প্রতিবেদন জমা দেব। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সবাইকে একবার বসতে হবে। তবে প্রতিবেদনে কি পাওয়া গেছে তা এখন বলা যাবে না। এটা একটা প্রেসিং বিষয়।’
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়ার পর সেখানে ব্রিফিং করে এ বিষয়ে জানানো হবে বলে জানান তিনি।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

