বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঠে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ প্রচার অভিযান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
"স্বামী স্ত্রী মিলে কাজ করি, সুখী সফল পরিবার গড়ি" প্রতিপাদ্য বিষয় নিয়ে কিশোর কিশোরীদেরকে নিয়ে বিভিন্ন সচেতনামূলক চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।
২৬ নভেম্বর বিকেল চারটায় আব্দুল খালেক সরদারের সভাপতিত্বে শিকারপুর ইউনিয়ন কেন্দ্রের সিআর এসএস কমিউনিটি ডেভোপ্লমেন্ট অফিসার সিনথিয়া তন্বী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান।
শিকারপুর ইউনিয়ন পরিষদের মহিলা সংরক্ষিত ইউপি সদস্য শিউলি আক্তার ও রিতা, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, সিআর এসএস সহায়তাকারি চৈতি হালদার ,পল্লব বৈদ্য, সুস্মিতা দাস, অঞ্জলি চক্রবর্তী,মিম, প্রিয়াঙ্কা, লাভলী।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

