AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক আটক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:১৫ পিএম, ২৮ অক্টোবর, ২০২৪

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক আটক

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে অর্থ হাতিয়ে নেয়া এক প্রতারককে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) একটি প্রেসে ফাউন্ডেশনের মানি রিসিট বই ছাপাতে গেলে সেখান থেকে তাকে আটক করা হয়। বিষয়টি ফেসবুকে পোস্ট দিয়ে নিশ্চিত করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

প্রতারকের নাম মিজানুর রহমান তারেক। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার পূর্বনটেশ্বরে ইউনিয়নে।

ফেসবুকে পোস্টে বলা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারককে মামলা দিয়ে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি প্রেসে ফাউন্ডেশনের মানি রিসিট বুক ছাপাতে গেলে সেখান থেকে তাকে আটক করা হয়। মানি রিসিট ছাড়াও বেশ কয়েকটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ একাউন্টের মাধ্যমে ২০১৯ সাল থেকে নিজেকে ফাউন্ডেশনের প্রতিনিধি পরিচয় দিয়ে সে প্রতারণা করে আসছিল। ধরা পড়ার পর তার মোবাইল চেক করলে এসব তথ্য বেরিয়ে আসে।

ফাউন্ডেশনের অনুদান-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ওয়েবসাইট অনুসরণ করার আহ্বান জানিয়ে পোস্টে আরও বলা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশন অফিসের বাইরে মানি রিসিট দিয়ে কোনো অনুদান নেয় না।
 

Shwapno
Link copied!