কানাডা পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারুক হাওলাদার নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতারের পর রোববার (১৩ অক্টোবর) দুপুরে জাজিরা থানা পুলিশের মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেফতার হওয়া ফারুক হাওলাদার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের যুবলীগ নেতা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে রিয়াজুল তালুকদার হত্যাসহ একাধিক মামলার আসামি।
স্থানীয়রা জানায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বাসিন্দা ফারুক হাওলাদার। পেশায় তিনি একজন ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী হলেও এর আড়ালে মানবপাচারের সঙ্গে জড়িত। একইসঙ্গে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এর সুবাদে এলাকায় দলাদলি, হানাহানি ও দাঙ্গাহাঙ্গামায় সবসময় সক্রিয় ভূমিকা পালন করতেন।
সবশেষ গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যান ফারুক হাওলাদার। শুক্রবার কানাডা পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।
ফারুক হাওলাদারের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, লুটপাট ও মানবপাচারসহ অন্তত ৩০টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় অব্যাহতি পেলেও বেশকিছু মামলায় তিনি পলাতক ছিলেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে রিয়াজুল তালুকদার নামের এক শ্রমিকদল কর্মী নিহতের ঘটনায় ৭২ নম্বর এজাহারভুক্ত আসামি।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমিন বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় কানাডা যাওয়ার সময় বিমানবন্দর পুলিশ কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে আমাদের থানায় হস্তান্তর করলে নিয়মিত মামলায় তাকে আদালতে পাঠিয়েছি।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

