AB Bank
  • ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘোড়াঘাটে একই স্কুলের ২ জন শিক্ষক  শ্রেষ্ঠ শিক্ষা পদক পেলেন


Ekushey Sangbad
ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি, দিনাজপুর
০৫:২৬ পিএম, ১২ সেপ্টেম্বর, ২০২৪

ঘোড়াঘাটে একই স্কুলের ২ জন শিক্ষক  শ্রেষ্ঠ শিক্ষা পদক পেলেন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ জন সহকারী শিক্ষক জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ইং প্রতিযোগিতায় ২ ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে  শ্রেষ্ঠ শিক্ষা পদক অর্জন করেছেন।

উপজেলার দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনিছুর রহমান শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৮১ সালে উপজেলার লালমাটি গ্রামে  সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। ২০০৯ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন।  

দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী   শিক্ষিকা কুমারী সুপ্রিয়া রাণী কুন্ডু  শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৮৯ সালে উপজেলার  বড়গলির এক সম্ভ্রান্ত  সনাতন পরিবারে জন্ম গ্রহন করেন। ২০১২ সালে সহকারী শিক্ষিকা পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। তার বাবা দিলীপ কুমার কুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। 

উপজেলা নির্বাহী অফিসার ও বাছাই কমিটির সভাপতি  রফিকুল ইসলাম  এবং উপজেলা শিক্ষা অফিসার ও বাছাই কমিটির সদস্য সচিব  আশরাফুল আলম বলেন- উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পরীক্ষার মাধ্যমে শ্রেষ্ঠদের নির্বাচিত করা হয়েছে। একই বিদ্যালয় থেকে ২ জন সহকারী শিক্ষক জাতীয় শিক্ষা পদক ২০২৪ শ্রেষ্ঠত্ব অর্জন করায় অভিনন্দন জানান ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরকার মোঃ মনিরুল ইসলাম, ঘোড়াঘাট পৌর সাবেক মেয়র আব্দুস  ছাত্তার  মিলন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ দিনাজপুর জেলার শ্রেষ্ঠ সভাপতি ও ঘোড়াঘাট প্রেস ক্লাবের সাবেক আহবায়ক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, ঘোড়াঘাট কেসি স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক  আনিছুর রহমান, দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আন্জু আরা। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!