সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের এখন পর্যন্ত কোনো শ্রমিক অসন্তোষসহ কর্মবিরতির খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের তাদের কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। সকাল ৮টার পর থেকে শুরু হয়েছে উৎপাদন।
এদিকে শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এ ছাড়া শিল্পাঞ্চলে সেনা টহল রয়েছে।
এর আগে কয়েকটি কারখানায় বেশ কিছু দাবি নিয়ে আন্দোলন করেন পোশাকশ্রমিকেরা। আন্দোলনের মুখে গতকাল বুধবার কারখানাসহ নিরাপত্তার স্বার্থে আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৫০টি কারখানায় গতকাল একদিনের জন্য ছুটি ঘোষণা করতে বাধ্য হন মালিকপক্ষ। আজ সেসব কারখানাও চালু রয়েছে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

