অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রেজাউল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৩১ জুলাই) দুদকের উপ-পরিচালক সুমিত্রা সেন বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ১-এ মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ৩১ মার্চ দুদকে জমা দেয়া সম্পদ বিবরণীতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক এমডি রেজাউল আলম নিজ নামে অর্জিত দুই কোটি ৫২ লাখ ৬০ হাজার ৫৯১ টাকার তথ্য দেন।
সম্পদ বিবরণী যাচাইকালে দেখা যায়, তিনি ৯৬ লাখ সাত হাজার ৫৯১ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। এছাড়া এক কোটি ৪২ লাখ ৯৯ হাজার ৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন তিনি।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

