AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১৯ পিএম, ১ আগস্ট, ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা গোমতী টোলপ্লাজা থেকে চান্দিনা উপজেলার মাধাইয়া পর্যন্ত দীর্ঘ প্রায় ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

১ আগস্ট ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ যানজটে ঢাকাগামী যাত্রাবাহী বাস ও চট্টগ্রামগামী পণ্যবাহী কাভার্ড ভ্যান, ট্রাক আটকে যাওয়ায় সঠিক সময় বন্দরে পৌঁছাতে পারেনি বলে চালকদের অভিযোগ।

দাউদকান্দি ও ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সূত্রে জানা যায়, আজ ভোররাতে চান্দিনা উপজেলার মাধাইয়া বাসস্ট্যান্ডের কাছে চট্টগ্রাম বন্দরে রপ্তানিযোগ্য পণ্যবাহী একটি ট্রাক চাকা ব্রাস্ট হয়ে মহাসড়কের মাঝপথে উল্টে যায়। ফলে উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এর ফলে দাউদকান্দি উপজেলার মেঘনা গোমতী সেতুর টোলপ্লাজা থেকে চান্দিনা উপজেলার কেরনখাল পর্যন্ত ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার পুলিশ কুমিল্লা থেকে রেকার এনে দুর্ঘটনাকবলিত ট্রাকটি দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ৬টায় রাস্তা থেকে সরিয়ে নিয়ে যানবাহন চলাচল শুরু করে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. শাহিন আলম বলেন, ‘একদিকে সড়ক দুর্ঘটনায়, অন্যদিকে পণ্যবাহী অতিরিক্ত গাড়ির চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছিল। দুপুরের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!