মিথ্যা গুজব ও অপপ্রচার বন্ধে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে সরকারের দেয়া চিঠির জবাব দিয়েছে টিকটক তবে ফেসবুক কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সাইবার নিরাপত্তা বিষয়ে এক পর্যালোচনা সভায় কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, টিকটক সরকারের দেয়া চিঠির জবাব দিলেও ফেসবুক জবাব দেয়নি এখনও। তাদের ৩১ জুলাই পর্যন্ত সময় আছে। জবাব পাওয়া সাপেক্ষে সিদ্ধান্ত নেবে সরকার।
সরকার ইন্টারনেট সেবাকে রেস্ট্রিকটেড করে রাখেনি জানিয়ে তিনি আরও বলেন, ক্ষতি পুষিয়ে নিতে ফ্রিল্যান্সারদের ক্যাশ ইনসেন্টিভ দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে।
গত কয়েক দিনে ভিপিএন ব্যবহার বেড়েছে জানিয়ে পলক বলেন, এটি সাইবার ঝুঁকি বাড়াচ্ছে। গত ১০ দিনে সরকারের ৮টি ওয়েবসাইটে ৫০ হাজারের বেশি সাইবার হামলা হয়েছে। এছাড়া ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানও সাইবার হামলার শিকার হয়েছে। তবে কোন তথ্য বেহাত হয়নি।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

