নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি নবী হোসেনকে (৪৮) গ্রেফতার করেছে র্যাব। ২৭ জুলাই ভোর ৬টার দিকে কিশোরগঞ্জের ভৈরবের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নবী হোসেন উপজেলার লক্ষ্মীপুর এলাকার শাহাবুদ্দিনের ছেলে। তিনি ২০০৮ সালের নরসিংদী জেলার বেলাবো উপজেলার বারৈচা হাইওয়ে সড়কে বাস ডাকাতি মামলায় গ্রেফতার হন। এরপর থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন।
র্যাবের ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলার ঘটনায় ৮২৬ জন বন্দি পালিয়ে যান। এ ঘটনায় র্যাব তাদের শনাক্তকরণ ও গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি শুরু করে। এর ধারাবাহিকতায় শনিবার ভোরে নবী হোসেনকে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, নবী হোসেন নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে পায়ে হেঁটে ইটাখোলা বাসস্ট্যান্ডে আসেন। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষ্মীপুর এলাকার নিজ বাড়িতে এসে আত্মগোপন করেন। গ্রেফতারের পর নবী হোসেনকে বেলাবো থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/ এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

