AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চলতি অর্থবছরে ঢাকায় মিশন খুলতে চায় কেনিয়া


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৪৩ পিএম, ১৭ জুলাই, ২০২৪

চলতি অর্থবছরে ঢাকায় মিশন খুলতে চায় কেনিয়া

ঢাকায় একটি আবাসিক মিশন খোলার আশ্বাস দিয়েছে কেনিয়া। সাথে সাথে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারে সম্মত হয়েছে বাংলাদেশ ও কেনিয়া।
স্থানীয় সময় ১৬ জুলাই নাইরোবিতে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে উভয়পক্ষ এসব বিষয়ে একমত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নাইরোবিতে অনুষ্ঠিত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। অন্যদিকে কেনিয়ার পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান সচিব ড. এ. করির সিং ওয়ি ছিলেন। উভয়পক্ষের আলোচনার একটি উল্লেখযোগ্য বিষয় ছিল-কেনিয়া এই অর্থবছরের শেষের আগে ঢাকায় একটি আবাসিক মিশন খোলা। উভয়পক্ষ প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে সম্মত হয়েছে।

উভয়পক্ষ কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা মওকুফ চুক্তি নিয়ে চলমান আলোচনা শেষ করে চুক্তি চূড়ান্ত করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। উভয়পক্ষ জাতিসংঘের এজেন্ডা ২০৩০ এর মধ্যে জাতিসংঘের এসডিজিগুলোর সঙ্গে সংযুক্ত যৌথ প্রকল্পগুলোতে অর্থায়ন সুরক্ষিত করতে দক্ষিণ-দক্ষিণ কাঠামোর অধীনে সহযোগিতা চলমান রাখার বিষয়ে সম্মত হয়েছে।

বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বাংলাদেশ বিনিয়োগ প্রচার ও সুরক্ষা সংক্রান্ত চুক্তির আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। কেনিয়া প্রস্তাবকে স্বাগত জানিয়ে এবং চুক্তিটি করার বিষয়ে সম্মত হয়েছে। উভয়পক্ষ বাণিজ্য-বিনিয়োগ সংক্রান্ত একটি জয়েন্ট টেকনিক্যাল কমিটি গঠনে সম্মত হয়েছে।

এছাড়া কেনিয়া ব্লু-ইকোনমি এবং ফিশারিজ সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করার জন্য প্রস্তাব দিয়েছে। দেশটি বাংলাদেশ থেকে এ দুই খাতে দক্ষতা শিখতে আগ্রহ প্রকাশ করেছে।

বৈঠকের কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এ এফ এম জাহিদ উল ইসলাম উপস্থিত ছিলেন।

একুশে সংবাদ/ এসএডি

 

Shwapno
Link copied!