ভারতের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট-এনডিএর বিজয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৫ জুন) মোদিকে পাঠানো চিঠিতে শেখ হাসিনা বলেন, ‘১৮তম লোকসভা নির্বাচনে এনডিএর নিরঙ্কুশ বিজয়ে বাংলাদেশের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’
‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসেবে আপনি ভারতের জনগণের আশা-আকাঙ্ক্ষা বহন করেন। আপনার দৃঢ়প্রত্যয়ী বিজয় নেতৃত্ব, প্রতিশ্রুতি এবং দেশের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস বাড়ায়,’ যোগ করে শেখ হাসিনা।
তিনি আরও বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের বন্ধুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত থাকবে। কারণ, আপনি টানা তৃতীয় মেয়াদে পুনর্নবীকরণ ম্যান্ডেট নিয়ে যাত্রা শুরু করবেন। আমি আপনাকে আশ্বস্ত করি, ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশ দুদেশের জনগণের উন্নতির পাশাপাশি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য কাজ করে যাবে।’
আগামী দিনে মোদির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ বলেও জানিয়েছেন শেখ হাসিনা।
একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

