AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেট্রোরেল চলাচল শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৪৯ পিএম, ২৭ মে, ২০২৪

মেট্রোরেল চলাচল শুরু

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। তবে খুবই ধীর গতিতে চলছে। সোমবার (২৭ মে) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ (ডিএমটিসিএল) এ তথ্য নিশ্চিত করে।

সরেজমিন দেখা যায়, প্রায় ৪৫ মিনিট পর উত্তরা থেকে মিরপুর ১০-নম্বরে ট্রেন এসে পৌঁছেছে। তবে এর গতি ছিল খুবই ধীর।

এর আগে মিরপুর-১০ স্টেশনের কন্ট্রোলারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ঘূর্ণিঝড় ঝড়ের কারণে মেট্রোর সিগন্যাল সিস্টেমের সমস্যা হয়েছে। তাই মেট্রো চলাচল বন্ধ আছে। অতি দ্রুত সমাধান করতে আমরা কাজ করছি।

তবে প্রাথমিকভাবে আগারগাঁও থেকে মতিঝিলের উভয় অংশে মেট্রো চলাচল বন্ধ রেখে উত্তরা টু আগারগাঁওয়ের উভয় অংশে সচল রাখার কথা জানানো হয়। পরবর্তী সময়ে দেখা যায়, উত্তরা থেকে আগারগাঁও অংশও বন্ধ রাখা হয়েছে। এ সময় মিরপুর-১০ স্টেশনের যাত্রীদের মেট্রোরেলের জন্য অপেক্ষমাণ অবস্থায় দেখা যায়।

এর আগে বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ সঞ্চালন লাইনে সমস্যার কারণে সোমবার সকালে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছিল। এদিন সকাল থেকেই বিভিন্ন স্টেশনে আসতে থাকেন মেট্রোরেলের যাত্রীরা। হুট করেই ট্রেন বন্ধ হওয়ায় বিপাকে পড়েন তারা।

 

একুশে সংবাদ/স.টি/সা.আ

Link copied!