ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে মিরপুর রাজস্ব সার্কেলের আওতাধীন বাউনিয়া মৌজায় উত্তরা ১৭ নং সেক্টরে সরকারি খাস জমি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩০ এপ্রিল) মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকারের পরিচালনায় অভিযানের সময় জি-১৭ নামক প্রতিষ্ঠানের দখলে থাকা বাউনিয়া মৌজার সিটি ১ নং খতিয়ানের সিটি ২৩০২৭ দাগের ৮১ শতাংশ জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরকারি এ সম্পত্তির মূল্য প্রায় ৮০ কোটি টাকা।
ঢাকা জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের সার্বিক তত্ত্বাবধানে এ খাসজমি উদ্ধার করে সীমানা চিহ্নিত করে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়।
উদ্ধারকাজ পরিচালনাকালে মিরপুর রাজস্ব সার্কেলের কানুনগো, সার্ভেয়ার এবং বাউনিয়া ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, খাসজমি উদ্ধারে জেলা প্রশাসন ঢাকার পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হবে।
একুশে সংবাদ/ঢা.পো./ এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

