সারাদেশে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিধস্ত। এ অবস্থায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে সুপেয় পানির ব্যবস্থা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
ডিএমপি কমিশনার বলেন, তাপপ্রবাহে ঢাকাসহ সারাদেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় ডিএমপির পক্ষ থেকে ৫০টি থানার জনবহুল অঞ্চলে সুপেয় পানি পান করার ব্যবস্থা করা হয়েছে। যাতে শ্রমজীবী মানুষ ও পথচারীরা পানি পান করে বা হাত মুখে পানি ছিটিয়ে চলমান তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি পেতে পারে।
পুলিশ কমিশনার আরও বলেন, তাপপ্রবাহের কারণে ট্রাফিক পুলিশ সদস্যরা যাতে অসুস্থ হয়ে না পড়েন সেজন্যও ব্যবস্থা নেয়া হচ্ছে। ট্রাফিক পুলিশের জন্যও স্যালাইন পানি দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/য.টি/সা.আ
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
