রাজধানীর হাজারীবাগে নির্মাণাধীন একটি ভবনের ৬তলা থেকে পড়ে মো. রফিক (৩৫) নামে এক শ্রমিক মারা গেছে। শনিবার (২০ এপ্রিল) দুপুর আড়াইটায় হাজারীবাগের পশ্চিম জিগাতলায় এ ঘটনা ঘটে।
নিহত রফিক ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার দালাল কান্দি গ্রামের রশিদ মাতব্বরের ছেলে। তিনি মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ভাড়া থাকতেন। রফিকের ফুফাতো ভাই শাহীন বলেন, রাজধানীর পশ্চিম জিগাতলায় জামিনুল প্রপার্টিজ নামে ১০তলা নির্মাণাধীন ভবনে রড মিস্ত্রির কাজ করতেন রফিক। দুপুরে ওই ভবনের ৬তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
একুশে সংবাদ/আ.টি/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

