AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেট্রোরেলে ভ্যাট বসলে আগ্রহ হারাতে পারে যাত্রীরা


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০১:৩৫ পিএম, ৮ এপ্রিল, ২০২৪
মেট্রোরেলে ভ্যাট বসলে আগ্রহ হারাতে পারে যাত্রীরা

চলতি বছরের জুলাই মাস থেকেই রাজধানীর আধুনিক গণপরিবহন মেট্রোরেলের টিকেটে যুক্ত হতে পারে ভ্যাট। আর এই ভ্যাট যুক্ত হলে বাড়বে টিকেটের দাম। তবে এটি অযৌক্তিক বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই বাহনের ভাড়া এমনিতেই বেশি। তার ওপর ভ্যাট বসানো হলে, যাত্রীরা আগ্রহ হারাবে। মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, এই গণমানুষের পরিবহণ। এখানে ভ্যাট মওকুফ রাখা যেতে পারে।

বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় বাংলাদেশে মেট্রোরেলের ভাড়া অনেকটাই বেশি। প্রতিবেশী ভারতে সর্বনিম্ন ভাড়া ৫ রুপি। আর ঢাকায় ২০ টাকা। এনিয়ে নানা সমালোচনা থাকলেও যানজটের এই নগরীতে একটু খানি স্বস্তির আশায় বিষয়টি মেনে নিয়েছেন যাত্রীরা। তাই জনপ্রিয় বাহনে পরিণত হয়েছে মেট্রো।

কিন্তু মেট্রোরেলের টিকেটে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। ভ্যাট আইনে, যে কোনো শীতাতপ রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে। কিন্তু মেট্রোরেল কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে টিকিটের ওপর বর্তমানে ভ্যাট মওকুফ আছে, যার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত। ফলে জুলাই থেকে যাত্রীদের গুনতে হবে বাড়তি টাকা। পয়লা জুলাই থেকে এটি কার্যকর হলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া গুণতে হবে ১১৫ টাকা। আর সর্বনিম্ন ভাড়া দাঁড়াবে ২৩ টাকা। বর্তমানে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে সর্বনিম্ন ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল যেতে ১০০ টাকা ভাড়া লাগে।

কিন্তু দুবাই, লন্ডন, অস্ট্রেলিয়া ও ভারতের মতো দেশগুলোর মেট্রোতে ভাড়ার সাথে কোন ভ্যাট দিতে হয়না। বরং ভাড়ার আয় থেকে কর্তৃপক্ষই সরকারকে ভ্যাট দিয়ে থাকে। সেসব দেশে ভাড়াও অনেক কম। তাই ভ্যাট যুক্ত হলে যাত্রীরা আগ্রহ হারাবে বলে মনে করছেন পরিবহণ বিশেষজ্ঞরা।

এসব, বিবেচনায় রাজস্ব বিভাগকে ভ্যাট মওকুফের অনুরোধ করেছিলো মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু এনবিআর এই মওকুফ সুবিধা আর অব্যাহত রাখতে আগ্রহী নয়। কারণ, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুসারে সব ধরনের কর ছাড় কমাতে হবে।

২০২৩ সালের শুরু থেকেই মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট আরোপের উদ্যোগ নেয় এনবিআর। ওই বছরের ২২ জানুয়ারি ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদী ভ্যাট আরোপের আহ্বান জানিয়ে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (মেট্রোরেল কোম্পানি) চিঠি দেন। পরে মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠকও হয়। তবে ভ্যাট আরোপ থেকে এনবিআর শেষ পর্যন্ত পিছিয়ে আসে। ২০২৩ সালের মে মাসে এনবিআর প্রজ্ঞাপন জারি করে জানায়, ২০২৪ সালের জুন মাস পর্যন্ত মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফ থাকবে। কিন্তু এখন আর তার সীমা বাড়াচ্ছে না এনবিআর।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছিলো ২০২২ সালের ডিসেম্বর মাসে। গত বছর থেকে পুরোদমে মতিঝিল পর্যন্ত চলছে মেট্রোরেল। বর্তমানে প্রতিদিন কমবেশি আড়াই লাখ যাত্রী পরিবহন করে এই নগর পরিবহন ব্যবস্থা। এরিমধ্যে মেট্রোরেল চলাচলের সময়ও বেড়েছে।

 

একুশে সংবাদ/এ.ট.প্র/জাহা

Link copied!