AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:০২ পিএম, ২৯ মার্চ, ২০২৪
বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে

আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) আবারও সর্বকালের সর্বোচ্চ স্তরে উঠেছে নিরাপদ আশ্রয় ধাতুটির দর। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আগামী জুনে সুদের হার কমাতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই প্রত্যাশায় দেশটির মুদ্রা ডলারের মান কমেছে। ফলে বুলিয়ন বাজার আরও চাঙা হয়েছে।

আলোচ্য কার্যদিবসের শুরুতে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের মূল্যে বড় উত্থান ঘটে। প্রতি আউন্সের দাম দাঁড়ায় প্রায় ২২২৫ ডলারে। এখন পর্যন্ত ইতিহাসে যা সবচেয়ে বেশি। এর আগে তা ছিল ২২২০ ডলার।

চলতি মার্চে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে স্বর্ণের দর। সবমিলিয়ে আলোচ্য মাসে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশের বেশি। মাসিক হিসাবে ২০২০ সালের জুলাইয়ের পর যা সর্বাধিক। অর্থাৎ এর আগে গত ৩ বছরের মধ্যে ১ মাসে স্বর্ণের মূল্য এত বৃদ্ধি পায়নি।  

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান টিডি সিকিউরিটিজের পণ্য কৌশলবিদ ড্যানিয়েল ঘালি বলেন, শিগগিরই সুদের হার হ্রাস করতে পারে ফেড। এমনটি হলে স্বর্ণের দাম আরও ঊর্ধ্বমুখী হবে।

বিশ্ববিখ্যাত আরেক প্রতিষ্ঠান গেইনসভিলে কয়েনসের প্রধান বাজার বিশ্লেষক এভারেট মিলম্যান বলেন, এখনও বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। রাশিয়া-ইউক্রেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বিদ্যমান। এই প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের চাহিদা বেড়েছে। মূল্যবান ধাতুটির দাম বৃদ্ধির নেপথ্য কারণ এটিও।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী মূল্যস্ফীতি চড়া রয়েছে। তাতে নিরাপদ আশ্রয় সম্পদ হিসেবে স্বর্ণের গুরুত্ব আরও বেড়েছে। সাধারণত, অর্থনৈতিক সংকটে ধাতুটির আবেদন বাড়ে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!