AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেইলি রোডে আগুন: স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:১৪ এএম, ১ মার্চ, ২০২৪

বেইলি রোডে আগুন: স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

রাজধানীর বেইলি রোডের লাগা আগুনে মৃতদের মরদেহ একে একে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে রাখা এসব মরদেহ স্বজনদের বুঝি দেওয়া হচ্ছে।

প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে মরদেহ হস্তান্তর করছে পুলিশ। স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে রক্তের সম্পর্ক আছে এমন ব্যক্তি বা নিকটাত্মীয়দের ডাকা হচ্ছে। জাতীয় পরিচয়পত্র যাচাই করে মরদেহ বুঝিয়ে দেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ও জরুরি বিভাগের সামনে মরদেহ বুঝে নিতে অপেক্ষায় রয়েছেন স্বজনরা । অনেকেই মরদেহ নিতে অ্যাম্বুলেন্স ভাড়া করে রেখেছেন।

শুক্রবার (১ মার্চ) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে প্রথমে একটি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরপর অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে স্বজনরা ঢামেক হাসপাতাল ত্যাগ করেন। এর কয়েক মিনিট পর আরেকটি মরদেহ বুঝে নেন স্বজনরা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের কেএফসি ভবনের পাশে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট। আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা

 

 

Link copied!