ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গেছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি। ডিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছ।
সূত্র বলেন, মেজর (অব.) আখতারুজ্জামান ব্যক্তিগত সমস্যার কারণে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করতে এসেছেন।
নির্বাচনী হলফনামায় মামলার তথ্য ও ব্যাংক ঋণের তথ্য গোপন করায় আখতারুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। পরে আজ ইসিতে আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
একুশে সংবাদ/জ.ন.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

